বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • প্রধানমন্ত্রী নারী অধিকার নিশ্চিত করেছেন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নারী অধিকার নিশ্চিত করেছেন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নারী অধিকার নিশ্চিত করেছেন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরা, ১৪ মার্চ, এবিনিউজ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলতে হবে।

বীরেন আরো বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকলে সব ধরনের উন্নয়ন অর্থবহ হয়। এ বিষয়ে সচেতনতা আরো বাড়াতে হবে।

বীরেন শিকদার আজ দুপুরে জেলা কালেক্টরেট মাঠে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘পরিকল্পিত পরিবারে গড়ব দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ শীর্ষক দু’দিনব্যাপি পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বীরেন শিকদার বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না।

তিনি বলেন, মার্চ মাস বাঙ্গালী জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গর্বের মাস।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সমগ্র জাতিকে স্বাধীনতার মূলমন্ত্রে ঐক্যবদ্ধ ও উজ্জিবিত করেছিলেন। যা আজ বিশ্ব ঐতিহ্যের অনন্য দলিল হিসেবে স্থান করে নিয়েছে। ২৬ মার্চ বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে পরাধীন জাতিকে মুক্ত করেছিলেন।

সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মুন্সী মো. ছাদুল্লাহ, জেলা পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু প্রমুখ।

মেলায় ২১টি স্টলে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরীদের প্রজননস্বাস্থ্য, বাল্য বিবাহ রোধ ও পুষ্টি বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে। আগামীকাল এ মেলা শেষ হবে।

সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আজমেদ।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত