![ডিমলায় ২ জুয়ারী গ্রেফতার, পলাতক ১০](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/abnews-24.bbbbbbbbbbbbbbbb_130332.jpg)
ডিমলা (নীলফামারী), ১৪ মার্চ, এবিনিউজ : নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ১৪ মার্চ ভোর ৪ ঘটিকার সময় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ জুয়াড়িকে আটক করেছে ডিমলা থানা পুলিশ । ঘটনাস্থল থেকে ১০ জুয়ারি পালিয়ে য়ায়। আটককৃতরা হলো ডিমলা গয়াবাড়ী ইউনিয়ানের মৃত জসিম উদ্দীনের পুত্র সামছুল হক (৬০) মৃত নছমুদ্দিন এর পুত্র শহিদুল ইসলাম (৪৫) কে ডিমলা থানার এস আই মাসুদ,এস আই শাহ সুলতান সঙ্গিও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা দক্ষিন গয়াবাড়ি ফুটানির হাট শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে , হাতে নাতে ২ জুয়ারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে ডিমলা থানার (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ সালের ৩/৪ ধারায় প্রকাশে জুয়া খেলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ১২/১৮। আসামীদের আজ বুধবার দুপুরে জেলা আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান।
এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/তোহা