
দুর্গাপুর (নেত্রকোনা), ১৪ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় পরিবেশবীদ সংগঠন বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) এর আয়োজনে আন্তর্জাতিক নদী রক্ষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘‘দখল দূষণমুক্ত প্রবহমান নদী - বাঁচবে প্রাণ ও প্রকৃতি’’ এ প্রতিপাদ্যে বারসিক কো-অর্ডিনেটর গুঞ্জন রেমা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মোহন মিয়া, উপজেলা মানবাধিকার কমিশন এর সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, আদিবাসী নেতা মতিলাল হাজং, এনজিও কর্মী ধ্রুব সরকার, জুয়েল রানা প্রমুখ।
বক্তারা বলেন, এলাকায় অনেক খাল-বিল ও নদী রয়েছে এগুলো অবৈধ দখলদারদের মুক্ত করে প্রকৃত মৎস চাষি বা স্থানীয় বেকার যুবকদের ইজারা দিলে একদিকে যেমন সরকার রাজস্ব পাবে অন্যদিকে সামজ থেকে বেকারত্ব সমস্যাও রোধ পাবে। এ কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা