চকরিয়া (কক্সবাজার), ১৪ মার্চ, এবিনিউজ : কক্সবাজারের পেকুয়ায় আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে দুটি সোয়ামিল আগুনে পুড়ে ছাই হয়েছে।
আজ বুধবার ভোররাত ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০ লাখ টাকার সম্পদ পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
প্রতক্ষদর্শীরা জানান, ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ছড়িয়ে পড়া আগুনে গিয়াস উদ্দিন ভুট্টো ও আবু ছালেক এর মালিকানাধীন স'মিল পুড়ে যায়। পেকুয়া ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় আরো ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পেয়েছে নিকটস্থ ব্যবসায়ীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করা হবে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি