![দুর্গাপুরে মা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_130338.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ১৪ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে কাকৈরগড়া উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্দ্যেগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিন ব্যপি মা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ছবি বিশ্বাস।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সহ:সভাপতি আলী আসগর, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শিব্বির আহমেদ তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা, এ মন্ত্রকে সামনে রেখে জাতি গঠনে মান সম্মত শিক্ষা দেয়ার জন্য সকল প্রধান শিক্ষক ও উপস্থিত অবিভাবকদের আহবান জানানো হয়।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা