
চকরিয়া (কক্সবাজার), ১৪ মার্চ, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় চকরিয়া পৌরশহরের বেশ কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনসহ নানা অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বুধবার বিকেলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযানে অংশ নেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার পরিবেশনে অভিযোগে পৌরশহরের পৌর বাস টার্মিনাল এলাকাসহ শহরের বেশ কয়েকটি খাবারের দোকানে অভিযান চালানো হয়।
এসময় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি