শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ফাতেমা রহমান বিদ্যালয়ে

দেবহাটায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দেবহাটায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দেবহাটা (সাতক্ষীরা), ১৪ মার্চ, এবিনিউজ : দেবহাটার উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। দুইদিনব্যাপী উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগীতার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ ওয়াহেদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসরাঈল আশেক মাগপুর, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক আকতার হোসেন ডাবলু, সাংবাদিক কে.এম রেজাউল করিম, ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে শেখ আব্দুর রহিম, আমিরুল ইসলাম, মেহের আলী, ইমাদুল ইসলাম, ফারুকুজ্জামান, শিক্ষকদের মধ্যে শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, সুরেন্দ্রনাথ ঘোষ, হাবিবুর রহমান ও আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

পরে উপজেলা প্রশাসন ও স্কুল কমিটির মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে উপজেলা প্রশাসন ২৬ রানে জয়লাভ করে। এছাড়া সারাদিনব্যাপী ছাত্র-ছাত্রী অংশগ্রহনে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার দিনব্যাপী সাংষ্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা শেষে বিকালে সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হবে।

এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত