![গোদাগাড়ীতে র্যাবের অভিযানে হেরোইনসহ আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/arrest_abnews_130345.jpg)
গোদাগাড়ী (রাজশাহী), ১৪ মার্চ, এবিনিউজ : রাজশাহী গোদাগাড়ীতে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ৫শ’ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে র্যাব-৫ এর একটি দল গোদাগাড়ীর সুলতানাগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ী ইমদাদুল হক বাবুর (২৮) বাড়িতে অভিযান চালায়।
রাজশাহীর র্যাব-৫, সিপিএসসির মেজর এএম আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর সুলতানাগঞ্জ এলাকার বাবুর বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় তার বাড়িতে তল্লাশী চালিয়ে ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়। পরে তাকে আটক করে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাফ হোসেন বলেন, বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি