বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বদলগাছীতে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বদলগাছীতে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বদলগাছীতে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বদলগাছী (নওগাঁ), ১৪ মার্চ, এবিনিউজ : নওগাঁর বদলগাছী উপজেলার পল্লীতে মধ্যরাত্রে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেছেন গ্রামবাসী।

বদলগাছী উপজেলাধীন ৭নং আধাইপুর ইউনিয়নের পারিচা গ্রামে। গ্রামবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, অত্র গ্রামের মধ্যভাগে একটি ঈদগাহ মাঠ রহিয়াছে। উক্ত মাঠের জমিটি ০১/০৭/১৯৯১ সালে ৪৯২৩ দলিলমুলে মৃত বানা মন্ডলের পুত্র সাখাওয়াত হোসেন এর সাথে মৃত ইউছুফ হোসেনের পুত্র হজবর আলীর বিনিময় দলিল সম্পাদিত হয়।

একই সনে ২৪/০৭/১৯৯১ ইং তারিখে ৫৪৯৭ দলিলমুলে উক্ত জমিটি সাখাওয়াত হোসেন ঈদগাহ মাঠের নামে ওয়াক্ফ করে দেন। সেই সময় থেকে উক্ত মাঠে গ্রামবাসী ঈদের নামাজ আদায় করে আসছেন। কিন্তু হজবর আলী কিছু দুষ্টপ্রকৃতির লোকের সাথে সখ্যতা গড়ে তুলে ২০১১ সালে দলিল রদের একটি মামলা দায়ের করেন আদালতে। যাহার মামলা নং ১২৭/১১।

পরবর্তীতে হজবর আলী ঈদগাহ মাঠের জায়গা দখল নিতে আসলে ঈদগাহ কমিটির লোকজন ২০১৩ সালে একটি উচ্ছেদ মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৪৮/১৩। মামলা চলমান থাকলেও উক্ত হজবর আলী অবৈধভাবে ঈদগাহ মাঠের জায়গায় ঘর তুলে জবর দখলের চেষ্টা করে। এর ফলশ্র“তিতে গ্রামবাসী একাট্টা হয়ে ঘরটি উচ্ছেদ করে দেয় এবং ঈদগাহ মাঠের ১১ শতাংশ জমির সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মানের কাজ শুরু করেন। এতে হজবর আলী ক্ষিপ্ত হয়ে গত ১৩/০৩/২০১৮ ইং তারিখে বদলগাছী থানায় ১৯ জনের নাম সহ অজ্ঞাত নামা আরো ৫০/৬০ জনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে।

মামলার বিষয়টি তদন্ত না করেই উক্ত তারিখ দিবাগত মধ্যরাতে বদলগাছী থানার এস.আই নিপেন্দ্রনাথ সঙ্গীয় ফোর্সসহ উক্ত গ্রামে গিয়ে তছলিম ওরফে কালু, ইউনুছ আলী, হেলাল উদ্দীন, ছানা ও বিকুল ওরফে টুকুকে সংগে নিয়ে বাড়ী বাড়ী তল্লাশির নামে দরজা ভাংচুর করে এবং নারী ও শিশুদের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নির্যাতন ও শ্লীলতা হানি করে। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।

আজ বুধবার দুপুর ২টা থেকে সমস্ত গ্রামবাসী নারী ও পুরুষ একত্রিত হয়ে বদলগাছী উপজেলা পরিষদের সামনে এসে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূিচ পালন করেন। এরপর তাঁরা প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করেন। শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিষয়টি তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

বিষয়টি জানার পর সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী এবং আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী উক্ত গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উত্তেজিত না হয়ে আইনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ বলেন, একটি লিখিত আবেদন পেয়েছি। কোনো ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে নিয়ে শান্তিপূর্ন সমাধান করা সম্ভব বলে মনে করেন তিনি। বিষয়টি নিয়ে উক্ত গ্রামে বেশ আতঙ্কিত অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে থানার এস.আই নিপেন্দ্রনাথ জানান, আমি শুধু নয় ওসি স্যারও ছিলেন। আমরা কোনো নির্যাতন ভাংচুর করিনি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন জানান, দু’পক্ষই ভাল না। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। তারপরও গ্রামবাসী রাতের আধারে ঈদগাহ মাঠে প্রাচীর তুলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে যায়। তথ্য সংগ্রহকালে প্রতিপক্ষ হজবর আলীর পক্ষের কোনো লোকজনের সাক্ষাৎ পাওয়া যায়নি।

এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত