শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বদলগাছীতে পুলিশিং কমিটির আলোচনা সভা

বদলগাছীতে পুলিশিং কমিটির আলোচনা সভা

বদলগাছী (নওগাঁ), ১৪ মার্চ, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার বিকেলে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর-বদলগাছী সার্কেল আবু সালেহ মো. আশরাফুল আলম, এ.এস.পি ফারজানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, ডিআইজির প্রতিনিধি এসআই মোঃ আয়নাল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান পরিষদের সভাপতি অরুন চন্দ্র চক্রবর্তী, যুব মহিলালীগ নেত্রী রিনা পারভীন প্রমুখ।

এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত