শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা), ১৪ মার্চ, এবিনিউজ : আশাশুনিতে ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার সকালে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, গুনাকরকাটি কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ নূর ইসলাম প্রমুখ।

বিচারকের দায়িত্ব পালন করেন ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, ইএএস হাসানুজ্জামান, ইউএইও ইদ্রিস আলি। অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক প্রজেক্টে শাহানা পারভিন জুলি (আশাশুনি মা/বি) ১ম, অর্নব বসাক (বুধহাটা কলেঃ স্কুল) ২য় ও আছিবুর রহমান (কাদাকাটি আরার মা/বি) ৩য় স্থান অধিকার করে। বিজ্ঞান অলিম্পিয়াডে অভিজিৎ রায় (দরগাহপুর কলেঃ স্কুল) ১ম, আফবাহ রায়হানা রাখি (আশাশুনি মা/বি) ২য় ও শ্রাবনী পাল তুলি (আশাঃ মা/বি) ৩য় স্থান অধিকার করে।

কলেজ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াডে হাসানুজ্জামান (দরগাহপুর কলেঃ স্কুল) ১ম, একই কলেজের ইমরান সানা ২য় ও মেহদী হাসান (আশাশুনি সরকারি কলেজ) ৩য় স্থান অধিকার করে। প্রজেক্টে দেবব্রত (আশাশুনি সরঃ কলেজ) ১ম ও একই কলেজের মেহদী ২য় স্থান অধিকার করেছে।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত