![আশাশুনিতে ছাত্রদলের সেক্রেটারীসহ আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/atok2_130366.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ২ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুল্যা মোড় হতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামানের নেতৃত্বে এ.এস.আই কামরুল ইসলাম অভিযান চালিয়ে কুল্যা গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ১৫(১০)১৭নং নাশকতা মামলার আসামী ফিরোজ আহম্মেদ জজকে আটক করে।
অপরদিকে একই দিনে রাতে এস.আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে বড়দল ইউনিয়নে গোয়ালডাঙ্গা গ্রামের মেয়ারাজ আলী গাজীর পুত্র সিআরপি ২৮০/১৩ মামলার আসামী রেজাউলকে আটক করেন।
তাদেরকে আজ বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি