শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন

কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন

কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন

ঝিনাইদহ, ১৪ মার্চ, এবিনিউজ : নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।

বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের উদ্যোগে বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মোমবাতি প্রজ্জলন করা হয়। এর আগে নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, বিশ্ব সাহিত্য কেন্দ্র জেলা ইউনিট ইনচার্জ আলমগীর হোসেন, চারুগৃহ’র পরিচালক আরেফিন অনু, সাহিত্যিক সুমন শিকদার।

আরো উপস্থিত ছিলেন- নিশচা জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজ, সহ-সভাপতি শারমিন জোয়ার্দ্দার ম্যাডোনা, সাংগঠনিক সম্পাদক মেজবারুল করিম মাজীদ, ত্রিতাল নিত্য একাডেমীর সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ সুমনসহ অন্যান্যরা।

আয়োজকরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে 'ইউএস-বাংলা'র বিএস-২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজটির ৭১ আরোহীদের মধ্যে এ পর্যন্ত নিহত হয় ৫১ জন।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত