![হবিগঞ্জের বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/hobigoang_abnews24 copy_130369.jpg)
হবিগঞ্জ, ১৪ মার্চ, এবিনিউজ : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে।
আজ বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার শান্তিপুর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বানিয়াচং উপজেলার শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জালাল মিয়া ও কবির মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে আজ দুপুরে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হয়েছে।
গুরুতর আহত ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এমসি