![কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকান্ড: ব্যবসায়ী দগ্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/agun-jholshe_130402.jpg)
গাজীপুর, ১৫ মার্চ, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে একটি চালের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মোঃ হুমায়ূন কবির (৫৫) নামে এক ব্যবসায়ী দগ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চান্দরা হরিণহাটি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দগ্ধ মো. হুমায়ূন কবির উপজেলার জোড়াপাম্প এলাকার মান্নান হাওলাদারের ছেলে। তিনি হরিণহাটি এলাকায় এ্যাপেক্স ফুটওয়্যার গেইট সংলগ্ন একটি মার্কেটে চাল ও গ্যাস সিলিন্ডারের ব্যবসার পাশাপাশি এপেক্স ফুটওয়্যার কারখানায় চাকরি করতেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, ভোরে কালিয়াকৈরের চান্দরা হরিণহাটি এলাকায় মোঃ হুমায়ূন কবিরের মেসার্স শাওন সুমন রাইস এন্টারপ্রাইজ নামে একটি দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লাগে। এসময় দোকানের ভেতরে থাকা ব্যবসায়ী মোঃ হুমায়ূন কবির আগুনে দগ্ধ হন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হুমায়ূন কবিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় এবং আগুন নেভায়।
এবিএন/ আলমগীর হোসেন/জসিম/নির্ঝর