বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সদরপুরে আগুনে পুড়লো ঘরবাড়ি: আহত ৩

সদরপুরে আগুনে পুড়লো ঘরবাড়ি: আহত ৩

সদরপুর(ফরিদপুর) , ১৫ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর কাচারি ডাঙ্গী গ্রামের ৫টি ঘরে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। তিনটি পরিবারের অন্নপর্না(৯০), কেবল শিকদার(৫৫) ও সজীব(২৪) আহত হলে তাদের কে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনজনের মধ্যে কেবল শিকদার গুরুতর আহত থাকায় তাকে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জানাযায়, গতকাল বুধবার সন্ধ্যাকালীন সময়ে বাড়ির রান্নাঘর থেকে প্রথমে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে একই সাথে থাকা ওই ৩টি পরিবারের ঘরবাড়ি,ঘরে থাকা ফসলাদি,নগদটাকাসহ দুটি গরু পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রনে আনতে ওই সময় শত শত এলাকাবাসী বালু,পানি নিয়ে আগুন নেভানোর চেষ্ঠা চালায়। প্রায় ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে ভাঙ্গা থানার ফায়ার সার্ভিস ইউনিট দল ঘটনাস্থলে আসে। তাদের আসার পূর্বেই আগুন এলাকাবাসী নিয়ন্ত্রন করে। আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, প্রফুল্ল শিকদার(৪৮),প্রবাস শিকদার(৪৫) ও কেবল শিকদার(৫৫)। অগ্নিকান্ডে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান প্রফুল্ল শিকদারের স্ত্রী শান্তি রানী শিকদার। বর্তমানে ৩টি পরিবারের প্রায় ২০জন সদস্য খোলা আকাশের নিচে রয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ও সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু এহসান মিয়া জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

এবিএন/মোহাম্মাদ সাব্বির হাসান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত