![ফরিদপুরে জয় বাংলা সাংস্কৃতিক উৎসবে মাতলো হাজারো দর্শক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/faridpur-concert_130414.jpg)
ফরিদপুর, ১৫ মার্চ, এবিনিউজ : মহান স্বাধীনতা দিবসের মাসে ফরিদপুরে অনুষ্ঠিত হলো জয় বাংলা সাংস্কৃতিক উৎসব। এই উৎসবে বিভিন্ন সংগীত শিল্পীরা তাদে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে উপস্থিত হাজারো দর্শককে মাতিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উৎসব চলে মধ্যরাত পর্যন্ত।
কানাইপুর মৃগী পশ্চিম পাড়া স্থানীয় যুব সমাজের আয়োজনে এই উৎসবের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন।
সন্ধ্যায় স্বাধীনতা দিবসের আলোচনা সভা শেষ দেশত্ববোধ গান দিয়ে শুরু হয় সংগীত অনুষ্ঠান । পরে কুষ্টিয়া ও ঢাকা থেকে আগাত শিল্পীরা তাদের বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন।
শিল্পীদের মধ্যে ছিলো ছানোয়ার হোসেন, রোকেয়া বেগম, নিলীমা পারভীন প্রমুখ।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/নির্ঝর