বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে বিশ্ব ভোক্তা দিবস পালিত

কাউখালীতে বিশ্ব ভোক্তা দিবস পালিত

কাউখালী (পিরোজপুর), ১৫ মার্চ, এবিনিউজ : “ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা-ন্যায্যতা নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পিরোজপুরে কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে এক বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর।

অন্যানের মধ্যে বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, শেখ সামসুদ্দোহার চাঁন, কাউখালী থানা অফিসার ইনর্চাজ মনিরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সভাপতি মো. তারিকুল ইসলাম পান্নু প্রমুখ।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত