রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী

সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী

সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী

সাপাহার (নওগাঁ) , ১৫ মার্চ, এবিনিউজ : “ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর সচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর নের্তৃত্বে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।

উক্ত সভায় বক্তব্য প্রদান করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: ইফতে খাইরুল আলম খান, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলাইমান আলী, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, মৎস্য অফিসার মনিরুজ্জামান প্রমুখ।

এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সদরের বিভিন্ন হোটেল ও মাছ বাজারে বিভিন্ন অপরাধের জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।

এবিএন/ নয়ন বাবু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত