![নরসিংদীর শিবপুরে কৃষক প্রশিক্ষণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/sova_abnews_130436.jpg)
নরসিংদী, ১৫ মার্চ, এবিনিউজ : নরসিংদীর শিবপুরে বারি উদ্ভাবিত সবজির উন্নত জাত ও এর উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ এর আয়োজন করেছে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র।
আজ বৃহস্পতিবার দুপুরে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র সেমিনার কক্ষে উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার শীর্ষক প্রকল্পের অর্থায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মশিউর রহমান।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র এর বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আরিফুল হক, কাজী মারুফ ও রুবী আক্তার।
এসময় প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার ৪০ জন কৃষক উপস্থিত ছিলেন।
এবিএন/সুমন রায়/জসিম/এমসি