![মদনে একজনের পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/madon_abnews_130442.jpg)
মদন (নেত্রকোনা), ১৫ মার্চ, এবিনিউজ : বিয়েতে নেশার জন্য চাঁদা না দেওয়ার অপরাধে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে রতন শাহার পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।
এ সময় বাধা দেওয়ায় রতনের স্ত্রীর ভাগ্নে লিটন শাহকে ও সন্ত্রাসীরা মারপিট করে। উভয়ের অবস্থা আশষ্কা জনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
আজ বৃহস্পতিবার নেত্রকোনার মদন উপজেলায় ফতেপুর শাহাপাড়ায় এ ঘটনা ঘটে। পন্ড হয়ে গেছে ঝুটনের বৌভাতের অনুষ্ঠান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে রতনের স্ত্রীর ভাগ্নে ঝুটন শাহার বউ নিয়ে নিয়ে গ্রামের বাড়িতে আসলে পাশের পাড়ার মোখলেছের নেশাগ্রস্ত সন্ত্রাসী ছেলে বাবু চৌধুরী, শিমুল চৌধুরী, জামানের ছেলে শিমান্ত নেশার জন্য চাঁদা দাবি করে। এতে অস্বীকার করায় হুমকি দিয়ে বাড়ি থেকে বের হলেই দেখে নিবে বলে জানিয়ে তারা চলে আসে।
আজ বৃহস্পতিবার রতনের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেয়। এ সময় প্রতিবাদ করতে চাইলে রতনের ভাগ্নে লিটনকে ও মারপিট করে তারা।
রতনের ভাগ্ন নারায়ন শাহ ও লিটনের ফুফাতো ভাই উত্তম শাহ জানায়,বিয়ের আয়োজনের সময় রাতে গিয়ে তারা নেশার জন্য চাঁদা চাইলে তাদেরকে চাঁদা না দিয়ে মিষ্টি খাওয়ানো হয়। এরপরেও তারা এমন কাজ করেছে। আজ তাদের জন্য ঝুটনের বৌভাতের অনুষ্ঠানটি ভেঙে গেছে। আমরা এর সঠিক বিচার চাই।
সংশ্লিষ্ট ইউপি মেম্বার ফরিদ চৌধুরী বলেন, হিন্দুদের উপর এমন কাজ করা খুবই অন্যায়। তাদের তিনি দ্রুত শাস্তি দাবি জানিয়েছে।
ওসি তদন্ত শাহ নূর এ আলম জানান, ৯৯৯ এর মাধ্যমে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি। অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে। তবে তদন্ত চলছে।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি