বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পার্বতীপুরে দুই দিনব্যাপী বাহা উৎসবের উদ্বোধন

পার্বতীপুরে দুই দিনব্যাপী বাহা উৎসবের উদ্বোধন

পার্বতীপুরে দুই দিনব্যাপী বাহা উৎসবের উদ্বোধন

পার্বতীপুর (দিনাজপুর), ১৫ মার্চ, এবিনিউজ : আদিবাসীদের ঐতিহ্যবাহী “বাহা উৎসব” আদিবাসী সংস্কৃতি বাচলে প্রকৃতি ও বাঁচবে। তারা সংস্কৃতি বুকে লালন করে বাছিয়ে রাখেন।

দিনাজপুরের পার্বতীপুরে সাওঁতাল পল্লী বারকোনায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তাদের দুই দিনব্যাপী ধর্মীয় বৃহত্তম বাহা উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান এম পি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী গবেষনা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাবেক এম পি মো. সোয়েব, ইউএনও তরফদার মাহমুদুর রহমান, পার্বতীপুর আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ও স্থানীয় সুধীজন।

শুরুতেই বাহা পরব উদযাপন কমিটির আহবায়ক আদিবাসী নেত্রী বাসন্তী মুরমু অনষ্ঠানের মূল বিষয় তুলে ধরে বলেন, এই পরব সমতলের সবচেয়ে সংখ্যাধিক্য আদিবাসী জাতি সাওঁতালদের বৃহত্তম উৎসব। লক্ষ্যণীয় যে, সাওঁতালসহ অন্যান্য আদিবাসীদের ঐতিহ্যবাহী সংস্কৃতি নানা কারণে আগের সেইরুপ জৌলুস হারাতে চলেছে।

সরকারী পৃষ্টপোষকতার অভাব, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব,আকাশ সংস্কৃতির প্রভাব ,আদিবাসীদের অর্থনৈতিক দৈন্যতা, সামাজিক বৈষম্য ও ধর্মান্তরকরণের মতো বিষয়গুলো আদিবাসীদের উৎসব চর্চায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এভাবে আদিবাসী সংস্কৃতি ধ্বংস হতে থাকলে আদিবাসীরাও হারিয়ে যাবে। আমরা মনে করি আদিবাসীদের প্রয়োজনেই আদিবাসীদের সংস্কৃতি বাঁচিয়ে রাখা উচিত।

এ কারণে নানা উদ্যোগ গ্রহণ করা উচিত এ কারণেই ১৫ ও ১৬ মার্চ দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতের বীরভূম বাকুড়া থেকে এসেছেন সাঁওতালী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীত শিল্পী বীরবাহা হাঁজদা, জনপ্রিয় সাঁওতালী সঙ্গীত শিল্পী ভাবিনী বাস্কে, পুস্পলতা বস্কি ও লাংতিতা কিচকু প্রমুখ।

বাহা উৎসবে উত্তরের জেলা-উপজেলার আদিবাসীরা অংশ নিয়ে বাহা উৎসব প্রাণ ফিরিয়ে আনে।

এবিএন/এম এ জলিল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত