শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফুলবাড়িয়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থী ১০ দিনেও উদ্ধার হয়নি
৬ লাখ টাকা মুক্তিপন দাবি

ফুলবাড়িয়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থী ১০ দিনেও উদ্ধার হয়নি

ফুলবাড়িয়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থী ১০ দিনেও উদ্ধার হয়নি

ফুলবাড়িয়া (ময়মনসিংহ), ১৫ মার্চ, এবিনিউজ : উপজেলার নাওগাও ইউনিয়নের শিবপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী দুবাই প্রবাসী শাহাজাহানের পুত্র মেহেদী হাসান অপহরনের ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ অপহত স্কুল ছাত্রকে উদ্ধার করতে পারেনি।

এ ঘটনায় পুলিশ গত মঙ্গলবার (১৩ মার্চ) অপহরণকারী এক সদস্য তুষারকে গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত যুবক তুষার পাশ্ববর্তী পলাশীহাটা গ্রামে আব্দুল গফুরের পুত্র।

অধহৃত শিক্ষার্থীর মা মিনারা খাতুন ভোরের কাগজকে জানায়, গত মঙ্গলবার (৬ মার্চ) সকাল ১০টায় পুত্র মেহেদীর মোবাইল ফোনে তার বন্ধুর একটি কল আসে। এর কিছুক্ষণ পর মেহেদী স্থানীয় কেশরগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।

সারাদিন মেহেদির কোন খবর না পেয়ে সন্ধ্যায় তার মা মোবাইলে ফোনে একাধিকবার চেষ্টা করলে ফোন বন্ধ পায়। পরদিন সকালে ফুলবাড়িয়া থানায় মা মিনারা পুত্র নিখোজ হওয়ায় সাধারন ডায়েরী করে। দুপুরে মা মিনারার ফোনে মেহেদীর মোবাইল থেকে একটি ম্যাসেজ আসে।

ম্যাসেজে ৬ লাখ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা জানান, কালকে ৬ লাখ টাকা দিতে পারলে মেহেদী বেচে যাবে। এ সংবাদ শুনার পর দুবাই প্রবাসী বাবা মো. শাহজাহান নিজ দেশে ফিরে আসে।

ফুলবাড়িয়া থানা পুলিশের ওসি তদন্ত আবুল খায়ের স্কুল ছাত্র নিখোজের সাধারণ ডাইরির সুত্র ধরে গত সোমবার (১২ মার্চ) পাশ্ববর্তী গ্রাম পলাশীহাটার গফুরের পুত্র তুষারকে গ্রেফতারের পর ব্যপক জিজ্ঞাসাবাদ চালায়। ঐদিন রাতে অপহতের মা মিনারা খাতুন বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা করেন।

ফুলবাড়িয়া থানার ওসি তদন্ত আবুল খায়ের বলেন, কোন অপহরণচক্র এমন ঘটনা ঘটিয়েছে এমন ধারণায় গ্রেফতারকৃতকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী অফিসার এস.আই সাইদুর রহমান বলেন, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে। পুত্র নিখোঁজ হওয়ার পর অপহরণকারীদের মুক্তিপনের টাকা দাবি করায় আতংকে দিনাতিপাত করছে তার বাবা-মা।

এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত