![দাউদকান্দি প্রেসক্লাবে শোকসভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/sova_abnews_130451.jpg)
দাউদকান্দি (কুমিল্লা), ১৫ মার্চ, এবিনিউজ : দাউদকান্দি প্রেসক্লাবের দাতা সদস্য সাংবাদিক ও শিক্ষানুরাগী প্রফেসর মরহুম আব্দুর রব'র শোক সভা অনুষ্ঠিত।
গতকাল বুধবার বিকেলে দাউদকান্দি প্রেসক্লাব ভবনে মরহুমের এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মুনাজাত করেন আমিরাবাদ স্টেশন মসজিদের খতিব মুফতি বোরহান উদ্দীন।
আলোচনা সভায় দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মরহুম আবদুর রবের ছেলে আশিকুর রহমান মাসুদ, দাউদকান্দি উপজেলা প্রেসক্লাব সভাপতি রাশেদুল ইসলাম লিপু, দাউদকান্দি প্রেসক্লাব সহ-সভাপতি হানিফ খাঁন।
আরো বক্তব্য রাখেন- দৈনিক খবরের প্রতিনিধি শাহিন আহাম্মেদ চৌধুরী, কুমিল্লা টিভির সম্পাদক ওমর ফারুক মিয়াজী, কবি আলী আশরাফ খাঁন, দাউদকান্দি বার্তার স্টাফ রিপোর্টার জসীম উদ্দীন জয়, দাউদকান্দি অনলাইন প্রেসক্লাব ফাউন্ডার শরীফ প্রধান, দাউদকান্দি পৌরসভা প্রেসক্লাব সভাপতি লিটন সরকার বাদল প্রমুখ।
আলোচনা সভাটি পরিচালনা করেন দাউদকান্দি প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী।
এসময় উপস্থিত ছিলো- দৈনিক প্রথম আলোর দাউদকান্দি প্রতিনিধি আব্দুর রহমান ঢালী, কুমিল্লার কাগজ টিভির কামরুল হক চৌধুরী, দৈনিক আমাদের কন্ঠের প্রতিনিধি মো. লিয়াকত হোসেন, কুমিল্লা টিভির স্টাফ রিপোর্টার সোহেল আহাম্মেদ, কুমিল্লার আলোর প্রতিনিধি মো. সাহাবুদ্দিন, ডাক প্রতিদিনের মো. আলেক হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে গত ৯ মার্চ রাতে ঢাকার বারডেম হাসপাতালে প্রফেসর আব্দুর রব' ইন্তেকাল করেন।
এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/এমসি