![গফরগাঁওয়ে বিশ্ব ভোক্তা অধিকার পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/rally_abnews_130454.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ১৫ মার্চ, এবিনিউজ : ‘ডিজিটাল বাজার ব্যাবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ এই প্রতিপাদের আলোকে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে মহিলা বিষয়ক কর্মকর্তার র্কাযালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা সিনিয়র সহকারি কমিশনার(ভূমি) আশরাফুল সিদ্দিক।
আরো বক্তভ্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলম আরা বেগম, কৃষি কর্মকর্তা এসএস ফারহানা হোসেন, মৎস কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, সমাজ সেবা কর্মকর্তা নজরুল ইসলাম স্বারণীক, যুব কর্মকর্তা মো. আজিজ মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগম প্রমুখ।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি