বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দিনাজপুরে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

দিনাজপুরে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

দিনাজপুর, ১৫ মার্চ, এবিনিউজ : বরিশালে বেসরকারি টেলিভিশন- ডিবিসির ক্যামরাপার্সন সুমনকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।

দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর টিভি ক্যামেরা র্জানালিষ্ট এসোসিয়েশনের (টিসিএ) ব্যানারে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সুমন হাসানের উপর পুলিশী নির্যাতনের নিন্দা জানিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানায়।

সাংবাদিকরা বলেন, এ ঘটনা গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে এসব পুলিশ সদস্যরা উৎসাহিত হবে।

এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম নবী দুলাল, ক্যামেরা পার্সন শাহিন, আরমান, সাব্বির ও প্রমুখ।

এবিএন/শাহ্ আলম শাহী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত