শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ডোমারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি পরিবার সর্বশান্ত

ডোমারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি পরিবার সর্বশান্ত

ডোমারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি পরিবার সর্বশান্ত

নীলফামারী, ১৫ মার্চ, এবিনিউজ : নীলফামারীর ডোমার উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি পরিবারের ১৪টি ঘর,আসবাবপত্র,তিনটি গরু,ধান,তামাকসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে তিন জন আহত হয়ে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত তিন টার দিকে উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের মেলা পাঙ্গাগ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এলাকাবাসী জানায়, গতকাল বুধবার রাতে আহার উদ্দিনের গোয়াল ঘর হতে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশ্ববর্তী নয়টি পরিবারের ১৪টি ঘড়ে আগুন লেগে যায়। ডোমার সদর হতে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে ধান, চাল, ৩টি গরু, ছাগল, হাস, মুরগী, আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে লাকি (৩৫), আয়শা (৪০) ও সফিকুল(৪৫) আহত হয়। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সর্বশান্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো, আহার উদ্দিন, ফারুক, মজনু, আইনুল, সাহিনুর, আমেনা, এমদাদুল, সালাম ও মোকছেদের পরিবার।

ক্ষতিগ্রস্থ এলাকায় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান উপজেলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: উম্মে ফাতিমা ঘটনান্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে দ্রুত ত্রান বিতরনের আশ্বাস দিয়েছেন।

এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত