![সিরাজগঞ্জে সংবাদকর্মীদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/sirajgoang_abnews24 copy_130479.jpg)
সিরাজগঞ্জ, ১৫ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জে সংবাদকর্মীদের সাথে এমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাসভবনে গতকাল বুধবার সন্ধ্যা রা তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি। তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন। সরকারের এসব উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার জন্য স্থানীয় সংবাদিকদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এমপির সহধর্মীনি শারিতা মিল্লাত, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস,এম তফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন, সহ-সম্পাদক ইসরাইল হোসেন বাবু।
আরো বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদৌস রবিণ, সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল, সাংবাদিক এনামুল হক খোকন, হারুনর রশীদ হাসান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে নৈশভোজ ও সাংস্কৃতি অনুষ্ঠিত হয়।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/এমসি