বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

রূপসায় জিপসামবাহী কার্গো জাহাজ ডুবি

রূপসায় জিপসামবাহী কার্গো জাহাজ ডুবি

খুলনা, ১৫ মার্চ, এবিনিউজ : সিমেন্টের কাঁচামাল জিপসামবাহী ‘এমভি বিবি-১১৩৪’ নামে একটি কার্গো জাহাজ খুলনায় রূপসা নদীতে ডুবে গেছে। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে খানজাহান আলী (র.) সেতুসংলগ্ন রূপসা নদীতে এ ঘটনা ঘটে। তবে জাহাজে অবস্থানরতরা দ্রুত সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হওয়ায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ জানান, জাহাজটি সেভেন রিংস সিমেন্ট কারখানাসংলগ্ন রূপসার মাঝনদীতে নোঙর করা ছিল। ২টা ১৫ মিনিটে হঠাৎ বিকট শব্দে তলা ফেটে এ কার্গো জাহাজটির সামনের অংশ ডুবতে শুরু করে। ৩টা ২০ মিনিটে সম্পূর্ণ জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব-৬ খুলনার পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে জাহাজে থাকা লোকজনকে নিরাপদে উদ্ধার করে। তবে জাহাজটি রক্ষা করা সম্ভব হয়নি। সেটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়। জাহাজটিতে ১ হাজার ৩৫ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল ছিল বলে জানিয়েছেন উদ্ধার কাজে আসা কোস্টগার্ডের এক সদস্য। তবে তাৎক্ষণিকভাবে জাহাজটির মালিক কে তা জানা যায়নি।

এদিকে জাহাজ ডুবির ঘটনা শুনে র‌্যাব, কোস্টগার্ড ও নৌবাহিনী ঘটনাস্থলে যায়।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত