বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দুর্গাপুরে গুণীজন সংবর্ধনা

দুর্গাপুরে গুণীজন সংবর্ধনা

দুর্গাপুর (নেত্রকোনা), ১৫ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুরে বৃহস্পতিবার কাকৈরগড়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও গুইীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি আ. মান্নান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ছবি বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমদাদুল হক খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক।

ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউনিয়ন আ.লীগ সভাপতি শিব্বির আহম্মদ তালুকদার, ঢাকাস্থ দুর্গাপুর সমিতি সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সজয় চক্রবর্তী প্রমুখ।

স্কুল প্রধান শিক্ষক রীনা নাসরিন জানান, শিক্ষার্থীদের মধ্যে এবার মোট ২০টি ইভেন্টের খেলার আয়োজন করা হয়েছে। খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমাজে বিভিন্ন অবদানের জন্য ৪ জন মরনোত্তরসহ ১০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

পরিশেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত