বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট, ১৫ মার্চ, এবিনিউজ : ডিবিসি নিউজের ক্যামেরা পারসন সুমন হাসানকে নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।

আজ বৃহস্পতিবার সকালে জেলার মিশন মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের সদস্য ও জেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম, লালমনিরহাট প্রেস ক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, সম্পাদক আহমেদুর রহমান মুকুল, সিনিয়র সাংবাদিক এস গোকুল রায়।

আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট ইউনিট সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তহিদুল ইসলাম লিটন ডিবিসি নিউজের লালমনিরহাট প্রতিনিধি মাজেদ মাসুদ।

সমাবেশে বক্তরা অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারী গোয়েন্দা পুলিশের সদস্যদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন। মানববন্ধন কর্মসূচিতে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আহম্মেদ ফয়সালসহ নেপালে বিমান দুর্ঘটনায় সকলের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত