![ভালুকায় এলজি টিভি’র নতুন ফ্যাক্টরির উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/mill_abnews_130502.jpg)
ভালুকা (ময়মনসিংহ), ১৫ মার্চ, এবিনিউজ : আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় বাটারফ্লাই ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এলজি ম্যানুফ্যাকচারীং এর যৌথ উদ্যোগে এলজি টিভি-র নতুন ফ্যাক্টরির উদ্বোধন করা হয়।
নতুন ফ্যাক্টরি উদ্বোধন উপলক্ষে কারখানার ভেতরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে ফ্যাক্টরির উদ্বোধন করেন.ট্রেড রিপ্রেজেন্টেটিভ ,এম্ব্যাসি অফ দ্যা রিপাবলিক অফ কোরিয়ার মিঃ জং ওন কিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাটারফ্লাই ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান এম.এ মান্নান,
এলজি টিভি-র এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মিঃ জেরাল্ড চুন।
এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. এড ওয়ার্ড কিম, বাটারফ্লাই ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কোম্পানির সিসিও মাহবুব উর রহমান সজীব,ডিরেক্টর সেলস এন্ড প্রোডাক্ট মাহবুবুল হক সুফিয়ানী, হেড অফ ফ্যাক্টরি অপারেশন মো. তানভীর আলম ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বাটারফ্লাই ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান এম.এ মান্নান সাংবাদিকদের জানান, আমরা কোরিয়ান মানে বাংলাদেশে পণ্য উৎপাদন করবো। উৎপাদিত পণ্যের মানের ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না। দামের ক্ষেত্রে অন্যান্য কোম্পানির চেয়ে অনেক কম হবে।
বর্তমানে ৩০ মিলিয়ন ডলার এ কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। পর্যায়ক্রমে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। দেশে চাহিদা মিটিয়ে বাংলাদেশের আশপাশের দেশ যেমন- নেপাল, ভুটান, বার্মাসহ অন্যান্য দেশে এ কোম্পানির পণ্য রপ্তানির পরিকল্পনা রয়েছে।
বর্তমানে কোম্পানিটি বছরে ৪ লাখ টিভি উৎপাদন করতে পারবে।
এবিএন/জাহিদুল ইসলাম খান/জসিম/এমসি