![অভয়নগরে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বর্ধিত সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/sova_abnews_130504.jpg)
অভয়নগর (যশোর), ১৫ মার্চ, এবিনিউজ : সদ্য ঘোষিত অভয়নগর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভার সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহবায়ক সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল।
এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সরদার অলিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস।
আরো বক্তব্য রাখেন- নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, সাবেক যুগ্ম সম্পাদক সানা আব্দুল মান্নান, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিম হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি ফারাজী মনির হাসান তাপস প্রমুখ।
সভায় আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ব্যাপক আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধিান্ত গৃহিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির নেতৃবৃন্দসহ সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি