![ঝিনাইদহে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার সমাপনী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/mela_abnews_130516.jpg)
ঝিনাইদহ, ১৫ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল সাদিকুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক শফিউল হক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক দিপক কুমার সাহা।
সমাপনী দিনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ স্টল হিসেবে সিও এনজিওকে পুরস্কৃত করা হয়। দুই দিনব্যাপী এ মেলায় জেলা ও উপজেলা পরিকল্পনা কার্যালয়ের ২০টি স্টল স্থান পায়।
এবিএন/যবনিকা/জসিম/এমসি