শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সুনামগঞ্জ, ১৫ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ার এলাকায় লেগুনা চাপায় দুই পশু চিকিৎসক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকলে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আমির হোসেন (৩০) নামের আরো এক খামারি আহত হয়েছেন।

নিহতরা হলেন- শাল্লা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মোতালেব (৪৫) ও জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রাণী চিকিৎসক সেলিম আহমদ (৩৫)।

পুলিশ জানায়, সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জাঁনিগাও থেকে একটি মোটরসাইকেল যোগে দুই চিকিৎসকসহ তিন জন মোটরসাইকেলে করে সুনামগঞ্জ আসছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা সুনামগঞ্জ শহর থেকে দক্ষিণ সুনামগঞ্জগামী একটি লেগুনা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। দুর্ঘটনার পর সুনামগঞ্জ-সিলেট সড়কে এক ঘটনা যান চলাচল বন্ধ থাকে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, লেগুনার অতিরিক্ত গতির কারণে এ ঘটনা ঘটেছে।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত