শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

জগন্নাথপুরে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

জগন্নাথপুরে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ), ১৫ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ দিনভর অভিযান চালিয়ে সিএনজি উদ্ধারসহ চালক বিষু মালাকার হত্যার সাথে জড়িত থাকার অপরাধে ২আসামীকে গ্রেফতার করেছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার জগন্নাথপুর থানার এস আই আশরাফুল ইসলাম ও গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সিলেটের বিশ্বনাথ ও সুনামগঞ্জের দ. সুনামগঞ্জ থানার সহযোগিতায় বিশ্বনাথের মজলিশপুর ভোগশাইল গ্রামের তুরন মিয়ার পুত্র দেলোয়ার (২৬) ও দ. সুনামগঞ্জের মুরাদপুর গ্রামের লুবান মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৩০)কে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশ গ্রেফতারকৃত আসামী সাজেদার বাড়ী থেকে বিষু মালাকারের সিএনজি উদ্ধার করে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাত ৮টায় সিলেট জেলার বিশ্বনাথ থানার আলহেরা মার্কেটের সামন থেকে গ্রেফতারকৃত আসামী দেলোয়ার সহ তার সহযোগীরা সিএনজি চুরির উদ্দেশে গাড়ী ভাড়া করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার গড়গড়ি এলাকায় নিয়ে আসে।

পরে সিএনজি চালক বিষু মালাকার (৩০)কে মারধোর করে সিএনজি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে এতে চালক বাধা দেয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ পাশ্ববর্তী জমিতে ফেলে রাখে এবং সিএনজি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং ৩, তারিখ ০৫-০৩-২০১৮ইং।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, আসামীরা সিএনজি চালক হত্যায় জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এবিএন/রিয়াজ রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত