![কালিহাতীতে অটোরিক্সা ও সিএনজি শ্রমিকের পরিচিতি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/sova_abnews_130527.jpg)
টাঙ্গাইল, ১৫ মার্চ, এবিনিউজ : টাঙ্গাইল জেলা অটোরিক্সা অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কালিহাতী বাসস্ট্যান্ডে চত্ত্বরে কালিহাতী শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহেরুল ইসলাম ভিাপ জোয়াহের।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন ও অটোরিক্সা অটোটেম্পো জেলার সভাপতি ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিসম্পাদক তানভীর হাসান ছোট মনির।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অটোরিক্সা, অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সঅধারন সম্পাদক আমিনুর রহমান আমিন।
পরিচিতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী।
এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি