![আশাশুনিতে কৃষকলীগের প্রস্তুতি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/15/ashasuni-map_130542.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ১৫ মার্চ, এবিনিউজ : আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিবস ও শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে আশাশুনি উপজেলা কৃষকলীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কৃষকলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এ বি এম মোস্তাকিম।
কৃষকলীগ সেক্রেটারী মতিলাল সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুদ্ধদেব সরকার, কৃষকলীগ সিনি. সহ-সভাপতি শ্রীদাম বাছাড়, কৃষকলীগ নেতা আবুল হোসেন প্রমুখ।
সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান অতিথি এবিএম মোস্তাকিম তার বক্তব্যে বলেন, ১৯৯৫ সালে সারের জন্য বিএনপি সরকার ১৮ জন কৃষককে হত্যা করেছিল। আজকের কৃষকবান্ধব আ’লীগ সরকার কৃষকদের সহায়ক হিসাবে কাজ করে যাচ্ছে। আজ কোনো কৃষককে রক্ত দিতে হয়না। ভর্তুকি দিয়ে কৃষকদের হাতে সার তুলে দেওয়া হচ্ছে। কৃষি ঋণসহ কৃষি সামগ্রী এখন সহজে কৃষকদের কাছে পৌছানো হচ্ছে।
তিনি সকলকে কৃষকবান্ধব ও উন্ন্য়নের আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় বসাতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানান।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি