শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বোদায় ৩ দিনব্যাপী বারুণী গঙ্গাস্নান শুরু

বোদায় ৩ দিনব্যাপী বারুণী গঙ্গাস্নান শুরু

বোদা (পঞ্চগড়), ১৫ মার্চ, এবিনিউজ : পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী ঘাটের উত্তর রােতবাহী করতোয়া নদীর পাড়ে গঙ্গা ও কালি মন্দির প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার ৩ দিনব্যাপী হিন্দু সনাতন ধর্মীয় বারুণী গঙ্গা স্নান শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বারুণী গঙ্গাস্নানস্থলে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে। উত্তরাঞ্চলের ৮ জেলার সনাতন ধর্মালম্বীর হাজার হাজার নারী পুরুষ পূর্ন্যতা পাবার আশায় দীর্ঘ শত বছর যাবত এই বারুণী গঙ্গাস্নান পালন করে আসছে।

প্রতি বছর ১ চৈত্র মধুকৃষ্ণ ত্রোয়দোশী তিথিতে এই বারুণী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এখানে ৩ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত