শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সদরপুরে ফেনসিডিলসহ আটক ১

সদরপুরে ফেনসিডিলসহ আটক ১

সদরপুর(ফরিদপুর) , ১৬ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০বোতল ফেনসিডিলসহ ১ব্যক্তিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সদরপুর উপজেলার কারীরহাট মেঘু মোল্যার ডাঙ্গীর ঘ্যানার বাজারের সুজন স্টোর নামের একটি মুদি দোকান থেকে মাদকদ্রব্য ফেনসিডিল আটক করে।

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রাতে বাজারে অভিযান চালায়। অভিযানকালে ৪০বোতল ফেনসিডিলসহ দোকানদার শেখ সুজন (৩২) কে আটক করে মাদকদ্রব্য জব্দ করে থানায় নিয়ে আসে।

আজ শুক্রবার সকালে পুলিশ সুত্রে জানাযায়, ওই এলাকার ফাহেদ শিকদারের পুত্র সুমন শিকদার কারীরহাট এলাকায় শেখ সুজনকে দিয়ে ফেনসিডিলের ব্যবসা চালিয়ে আসছিল। সুমন শিকদার কে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুমন বর্তমানে পলাতক রয়েছে। এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা নং ১৬।

এবিএন/মোঃ সাব্বির হাসান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত