শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গলাচিপায় র‌্যাবের অভিযানে জাটকা জব্দ

গলাচিপায় র‌্যাবের অভিযানে জাটকা জব্দ

পটুয়াখালী, ১৬ মার্চ, এবিনিউজ : পটুয়াখালীতে চলতি মৌসুমে জাটকা নিধন বন্ধে র‌্যাব-৮ এর সফল অভিযানে কমতে শুরু করেছে জাটকা পাচার। রুপালী ইলিশ রক্ষায় পটুয়াখালী মৎস্য বিভাগের তৎপরতা না দেখা গেলেও র‌্যাব,পুলিশ, ডিবি, কোষ্টগার্ডের অভিযানের ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপার পানপট্রি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ মন জাটকা জব্দসহ ৪ জনকে আটক করা হয়।

পটুয়াখালী র‌্যাব ৮-এর কোম্পানি কমান্ডার মো. সুরত আলম নেতৃত্বে এ.এস.আই সোহেলসহ একটি দল এই অভিযান পরিচালনা করেন। জব্দকৃত জাটকা ইলিশ জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। দেশের জাতীয় সম্পদ রুপালী ইলিশ রক্ষায় মৎস্য আইনকে না মেনে একদল অসাধু ব্যবসায়ী নদীতে বিভিন্ন প্রকার নিষিদ্ধ কারেন্ট ও বাধাজালা দিয়ে ধ্বংস করছে রুপালী সম্পদ ইলিশ।

আটককৃতরা হলো- মৃত. নূরু হক হাওলাদারের ছেলে মো. মোকলেছ, আব্দুল কাদেরের ছেলে মো. সিরাজুল, আব্দুল হাই' এর ছেলে কিনু খান ও মনির হোসেন। এছাড়াও অভিযানের সময় গলাচিপা উপজেলা মৎস কর্মকর্তা অঞ্জন বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত আটককৃত চার জনকে বাংলাদেশ দন্ডবিধির ১৮৮ ধারায় ২ শত টাকা জরিমানাসহ ১ মাস কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

এবিএন/জলিলুর রহমান সোহেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত