![কালিগঞ্জে স্ত্রী হত্যাকারী জালালের আদালতে জবানবন্দি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/16/satkhira@abnews (2)_130569.jpg)
কালিগঞ্জ, ১৬ মার্চ, এবিনিউজ : কালিগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর থানায় আত্মসমর্পণকারি জালাল সানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গতকাল বৃহষ্পতিবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এমএ জাহিদের খাস কামরায় এ জবানবন্দি গ্রহণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোহরাব হোসেন জানান, অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে স্ত্রী নাছিমা খাতুনকে মঙ্গলবার রাতের যে কোন সময় জবাই করে হত্যা করে উপজেলার রঘুনাথপুর গ্রামের জালাল সানা। পরে সে অনুতপ্ত হয়ে থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
রাতে পারিবারিক কবরস্থানে লাশ দাফনের পর নিহতের পিতা একই গ্রাম রঘুনাথপুরের আনোয়ার মোড়ল বাদি হয়ে গত বুধবার রাতেই জালাল সানার নাম উলে¬খ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং ৮ তারিখ ১৪/৩/১৮। গতকাল বিকেলে জালালকে (৪৯) অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এমএ জাহিদের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ সময় সে বিচারককের কাছে হত্যার চাঞ্চল্যকর কাহিনীর বর্নণা করে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর