
কালিগঞ্জ, ১৬ মার্চ, এবিনিউজ : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বনভোজন গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী দেবহাটার শতবর্ষী বনবিবির বটতলা এবং রূপসী ম্যানগ্রোভ দেবহাটা পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের পাতা ও দ্যা পিপলস্ টাইমস’র নিজস্ব প্রতিনিধি তোষিকে কাইফু।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু,সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সহ-সভাপতি ডাঃ জি.এম ফজুলর রহমান,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লাভলু,সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন,কোষাক্ষ সফিকুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য মিনুদ হাসান নয়ন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের কল্যাণে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। দেশের উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা রাখতে হবে। পাঠকের আস্থা ধরে রেখে সুশাসন,দুর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক সাংবাদিককে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।
এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর