![আশাশুনিতে ভোক্তা অধিকার দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/16/assasuni-vokta_130582.jpg)
আশাশুনি (সাতক্ষীরা) , ১৬ মার্চ, এবিনিউজ : আশাশুনিতে ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথমে একটি র্যালী বের করা হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম র্যালী উদ্বোধন করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, আ ব ম মোছাদ্দেক, আঃ আলিম মোল্যা ও আশাশুনি বাজার কমিটির সেক্রেটারী বিল্লাল হোসেন বক্তব্য রাখেন। সভায় ভোক্তা অধিকার সংরক্ষনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এবিএন/ জি এম মুজিবুর রহমান/জসিম/নির্ঝর