শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাইনতলায় ম্যাগনেটিভ পিলার পাওয়ার গুঞ্জন

বাইনতলায় ম্যাগনেটিভ পিলার পাওয়ার গুঞ্জন

আশাশুনি (সাতক্ষীরা) , ১৬ মার্চ, এবিনিউজ : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলায় মাটি কাটার সময় ম্যাগনেটিভ পিলার বা থাম পাওয়ার গুঞ্জন নিয়ে এলাকায় ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। আসলে সেটি মূল্যবান ধাতবের পিলার না কি সাধারণ খোয়া-বালি-সিমেন্টের পিলার এনিয়ে আলোচনা হচ্ছে।

বাইনতলা গ্রামের আমজেদ মোল্যার পুত্র কামরুল মোল্যা জনমজুর দিয়ে তার জমিতে মাটি কাটানোর কাজ করাচ্ছিলেন।

মজুর মৃত মথুর কৃষ্ণ সরকারের পুত্র মাদার সরকার জানান, মাটি কাটার সময় মনিন্দ্র’র কোদালে শক্ত কিছুর আঘাতের শব্দ হলে তিনি মাটি খুড়ে দেখেন সোয়া একহাত লম্বা গোলাকৃত্রির একটি পিলার। তারা সেটি আবার সেখানে পুতে রেখে দেয়। পরে জনদেরকে তাদের বাড়ির পুকুরে কাজে লাগানো হয় এবং কামরুলের স্ত্রী ও পুত্র রাজিম সেটি উঠিয়ে নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকার ব্যাপক আলোচনা সমালোচনা চলতে থাকে। তাদের ধারণা এটি বৃটিশ ম্যাগনেটিভ পিলার বা থাম। যা অতি মূল্যবান।

এলাকার কামরুল ইসলাম কামু, মিলন মোল্যাসহ অনেকে জানান, এটি কামরুল গোপনে রেখে বিক্রয়ের পায়তারা চালাচ্ছে। কামরুলের স্ত্রী রিজিয়া খাতুন জানান, মাটি কাটার সময় একহাত লম্বা একটি খোয়া-সিমেন্ট জমানো পিলার মত পাওয়া যায়। সেটি কি দেখার জন্য আমি ভেঙ্গে ফেলেছি। যার খোয়া-বালির টুকরো তার ঘরের সামনে রাখা আছে। ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা জানান, মাটি কাটার সময় সীমানা পিলার পাওয়া গেছে এবং সেটি কামরুলের কাছে আছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

এবিএন/ জি এম মুজিবুর রহমান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত