![বরিশালে সাংবাদিক নির্যাতনে কাউখালী প্রেস ক্লাবের নিন্দা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/16/kaukhali--sangbadik_130595.jpg)
কাউখালী, ১৬ মার্চ, এবিনিউজ : বরিশালে ডিবিসি টেলিভিশনের সাংবাদিক সুমন হাসানকে ডিবি পুলিশের অমানসিক নির্যাতনের প্রতিবাদে পিরোজপুর জেলার কাউখালী প্রেস ক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন।
শুক্রবার সকালে কাউখালী প্রেসক্লাব নেতৃবৃন্দ এক প্রেস ব্রিফিং-এ জানান, ১৩ মার্চ বরিশালে ডিবিসি টেলিভিশনের ক্যামেরা পার্সন সুমন হাসান ডিবি পুলিশের কাছে মাদকের তথ্য জানতে চাওয়ায় আকস্মিক ভাবে তাকে হাতকড়া লাগিয়ে অমানসিক নির্যাতন চালায়। ঘটনা শুনে সিনিয়র সাংবাদিকরা ডিবি পুলিশ কার্যালয় গেলে ডিবি পুলিশ তাদের প্রতি খারাপ আচরন সহ লাঞ্চিত করেছে। এর প্রতিবাদে কাউখালীর সাংবাদিকরা ফুসেঁ উঠেছে।
হামলাকারী ৮ ডিবি পুলিশের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি অথবা চাকরিচূত্যর দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন কাউখালী প্রেস ক্লাব সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছায়ফুল্লাহ মনির, কোষাধক্ষ্য গাজী আনোয়ার হোসেন, সদস্য রবিউল হাসান রবিন, রিয়াদ মাহমুদ সিকদার, রতন কুমার দাস, হাসান হাফিজুর রহমান বাদল, মোঃ এনামুল হক, নজরুল ইসলাম, দেবদাস মজুমদার, কামরুজ্জামান খান, শেখ নুরুল হুদা বাবু, পিযুষ দে প্রমুখ।
এবিএন/সৈয়দ বশির আহমেদ/জসিম/নির্ঝর