লালমনিরহাট, ১৬ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে বিনা টিকিটে ট্রেন ভ্রমনের দায়ে ১৩২ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ৪ টি ট্রেনে অভিযান চালিয়ে ১৩ হাজার ৪০ টাকা জরিমানাসহ সম পরিমান ভাড়া আদায় করা হয়।
লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রফিক সুপারিয়েন্টেন্ট সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর লালমনি এক্কমিউটার ৬৫ ও ৭১ নংসহ ৪ টি ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমনের দায়ে ১৩২জন যাত্রীর নিকট ১৩ হাজার ৪০টাকা জরিমানাসহ সমপরিমান ভাড়া আদায় করা হয়।
এবিএন/ আসাদুজ্জামান সাজু /জসিম/নির্ঝর