শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নরসিংদীর শিবপুরে গ্লাডিওলাস ফুলের মাঠ দিবস

নরসিংদীর শিবপুরে গ্লাডিওলাস ফুলের মাঠ দিবস

নরসিংদী, ১৬ মার্চ, এবিনিউজ : নরসিংদীর শিবপুরে কৃষকদের ফুল চাষে উদ্বুদ্ধ করতে বারি গ্লাডিওলাস-৩, বারি গ্লাডিওলাস-৪, বারি গ্লাডিওলাস-৫ জাতের ফুলের উৎপাদন শীর্ষক মাঠ দিবস করেছে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। গতকাল বৃহস্পতিবার বিকেলে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র সেমিনার কক্ষে উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার শীর্ষক প্রকল্পের অর্থায়নে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। আলোচনা শেষে কৃষকদের মাঠে নিয়ে ফুল চাষের সুবিধা ও লাভ নিয়ে আলোচনা করা হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর ফুল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এসএম শরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর ফুল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কবিতা আনজু-মান-আরা, শিবপুর সরেজমিন গবেষণা বিভাগ বিএআরআই এর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আসাদুজ্জামান, শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মশিউর রহমান ও বৈজ্ঞানিক কর্মকর্তা রুবী আক্তার।

এসময় মাঠ দিবসে জেলার বিভিন্ন এলাকার ৪০জন কৃষক উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নরসিংদীর মাটি ফুল চাষে উপযোগী হওয়ায় এবং অন্যান্য অঞ্চলের তুলনায় নরসিংদী ঢাকার কাছাকাছি হওয়ায় নরসিংদীতে ফুল চাষ একটি সম্ভাবনাময় চাষ।

এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত