সুনামগঞ্জ, ১৬ মার্চ, এবিনিউজ : জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলা শিশু একাডেমীর সহযোগিত আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ৩টি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, মুহাম্মদ এমরান হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পঞ্চানন বালা এবং অন্যানের মধ্যে উপন্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাকিল আহমেদ তরফদার,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গকুল চন্দ্র দেবনাথ, সহকারী প্রোগ্রার মোঃ নিজাম উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা , মোঃ জাহাঙ্গীর হোসেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাদল চন্দ্র বর্মণ প্রমুখ। আগামীকাল সকাল ১১ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর