বাউফল (পটুয়াখালী) , ১৬ মার্চ, এবিনিউজ : পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান (মহন) । জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, এলাকর উন্নয়ন ও জনগনের সেবার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাকে মনোয়ন দিয়েছেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন।
দেশের উন্নয়নের জন্য আওয়ামীলীগের বিকল্প নেই। তিনি বলেন অনেকে মুখে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন বাস্তবে কিছুই করেন না । আমি বাস্তবে উন্নয়নে বিশ্বাসী। প্রেসক্লাবের ভবন নির্মানের ব্যাপারে তার কাছে দাবী করলে তিনি এ কথা বলেন ।
জরাজির্ন প্রেসক্লাবের ভবন নির্মান সহ অন্যান্য উন্নয়নের সহযোগিতা করার আশ্বাস দেন জেলা পরিষদের চেয়ারম্যান। আজ সকাল ১১ ঘটিকার সময় বাউফল প্রেসক্লাবের সভাপতি ও জেলা পরিষদের সদস্য হারুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ:সবাপতি ও দৈনিক প্রতিদিনের বাউফল প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন । এরপর উপজেলার নাজিরপুর ইউনিয়নে সহিদ সেলিম এর কবর জেয়ারত করেন এবং একই এলাকায় তার নানা বাড়ি জুমার নামাজ আদায় করেন ।
এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/নির্ঝর